মো. আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকে:
কুমিল্লার হোমনায় আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যসহ বিভিন্ন মামলার ৮ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো- চুরি মামলায় নালাদক্ষিণ গ্রামের মো, জিলানী ও আলী আকবর (চোরা আলী), ডাকাতি মামলায় নিলখী লালবাগ গ্রামের সন্ত্রসী ও ডাকাত মো. কাইয়ুম, অপহরণ ও ধর্ষণ মামলায় নিলখী স্বর্ণকারপাড়ার মো. হুমায়ুন কবির (ধর্ষক ও অপহরণকারী কবিরা) এবং অন্যান্য মামলায় আলীপুর গ্রামের, জাকির হোসেন ও মনির হোসেন ও নালাদক্ষিণ গ্রামের সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দড়িচর গ্রামের মো. খোরশিদ মিয়ার ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী শফিক (৩০) কে ঘাগুটিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সিরাজ মিয়ার নেতৃত্বে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি, ধর্ষণ, অপহরণ, চুরি,একটি অস্ত্র এবং একটি দ্রুত বিচার আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। এছাড়াও একাধিক ধর্ষণ, অপহরণ, চুরিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে হোমনা থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, গতকাল সোমবার বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান হতে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আরো ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আমিনুর রসুল জানান, অস্ত্র ও ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলায় ৮ জন আসামীকে গ্রেফতার করে আজ মঙ্গলবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।