স্বাস্থ্য:
রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে থেকে চিকিৎসা শেষে (মিনিমালি ইনভাসিভ কার্ডিয়াক সার্জারি) বুধবার পাবনায় বাড়ি ফিরল ১২ বছরের কিশোরি নূপুর। চিকিৎসক আশরাফুল হক সিয়ামের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম গত ২৫ আগস্ট বুক না কেটে প্রায় ৩ ঘণ্টায় সফল অস্ত্রোপচার করে। আর এটাই কোনো সরকারি হাসপাতালে প্রথম সফল অস্ত্রোপচার বলে চিকিৎসকরা জানান।
জানা গেছে, অ্যাট্রিয়াল সেপটাল ডিফেক্টের রোগী ছিল নূপুর। ছিদ্র ছিল তার হার্টের ওপরের দু’টি চেম্বারে। দিনে দিনে সংক্রমণ বেড়ে অসুস্থ হয়ে পড়লে স্বল্প আয়ের বাবা-মা বেশ দুশ্চিন্তায় পড়ে যান। রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসক আশরাফুল হক সিয়াম সিদ্ধান্ত নেন বুক কাটা ছাড়াই হার্টের আধুনিক চিকিৎসার। কোনো কাঁটাছেঁড়া না করে পাঁচ হাজার টাকায় চিকিৎসা করা হয়।
চিকিৎসকের সঙ্গে নূপুর
ড. সিয়াম তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি বাকরুদ্ধ! আমি মানুষের জন্য বড় কিছু করার স্বপ্ন দেখতাম। প্রধানমন্ত্রীর সহায়তায়, আমি আজ এমন একটি স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হয়েছি। আমি খুব খুশি এবং সবার কাছে কৃতজ্ঞ।’
উল্লেখ্য, এই পদ্ধতিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সাফল্য হিসেবে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।