ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কয়েকটি দেশের চেয়েও বেশি যুদ্ধবিমানের মালিক মাইকেল!

আন্তর্জাতিক:

ফ্রান্সের মাইকেল পন্ত নামক এক ব্যক্তির সংগ্রহে ১১০টি যুদ্ধ বিমান রয়েছে। অথচ, ২০১৯ সালে প্রকাশিত গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স এর প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের ৯০টি এবং শ্রীলঙ্কার ৭৬টি যুদ্ধবিমান আছে। যা, মাইকেলের সংগ্রহে থাকা বিমানের সংখ্যার থেকে কম। তবে, মাইকেলের সংগ্রহে যে যুদ্ধবিমান রয়েছে, সেগুলো এখন আর সক্রিয় নেই।

৮৭ বছর বয়স্ক মাইকেল পন্ত একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা। তিনি নিজেও একজন
পাইলট ছিলেন। বর্তমানে মদের ব্যবসা করছেন।
ফ্রান্সের বিউনে বার্গান্ডি পাহাড়ে কয়েক হেক্টর জায়গা জুড়ে রয়েছে মাইকেলের একটি বিশাল দুর্গ। সেই দুর্গের বাগানেই যুদ্ধবিমানগুলো রাখা হয়েছে।

অত্যাধুনিক এফ-১৬ থেকে দ্বিতীয় বিশ^যুদ্ধের বিমান, মিগ ২১, ব্রিটিশ আমলে সিঙ্গল ইঞ্জিনের ডিএইচ ১১২ ভেনম যুদ্ধবিমান পন্তের সংগ্রহে আছে।

সেনাবাহিনীতে থাকাকালীন যুদ্ধবিমান সংগ্রহের নেশা চাপে তার। ১৯৮০ সাল থেকে বিমান সংগ্রহ শুরু করেন। একটি রেস জেতার জন্য সেনাবাহিনী থেকে পুরস্কার হিসেবে তাকে একটি যুদ্ধবিমান উপহার দেয়া হয়।

ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে বেশি যুদ্ধবিমান সংগ্রহের কারণে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় তার নাম রয়েছে।

যুদ্ধবিমান সংগ্রহ সম্পর্কে পন্তে বলেন, যুদ্ধবিমান সংগ্রহ করে আনন্দ পান। পাইলট থাকার কারণে বিমান বাহিনী থেকে কম দামে যুদ্ধবিমান কেনা শুরু করেন।

যুদ্ধবিমানগুলো প্রদর্শনের উদ্দেশ্যে তিনি একটি সংগ্রহশালা তৈরি করেছেন। প্রতি বছর প্রায় ৩০ হাজার পর্যটক এই সংগ্রহশালা ভ্রমণের উদ্দেশ্যে ঘুরতে আসেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে পরকীয়ায় বাধা দেওয়ায় খুন লাশ গুম

কয়েকটি দেশের চেয়েও বেশি যুদ্ধবিমানের মালিক মাইকেল!

আপডেট সময় ০৪:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯
আন্তর্জাতিক:

ফ্রান্সের মাইকেল পন্ত নামক এক ব্যক্তির সংগ্রহে ১১০টি যুদ্ধ বিমান রয়েছে। অথচ, ২০১৯ সালে প্রকাশিত গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স এর প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের ৯০টি এবং শ্রীলঙ্কার ৭৬টি যুদ্ধবিমান আছে। যা, মাইকেলের সংগ্রহে থাকা বিমানের সংখ্যার থেকে কম। তবে, মাইকেলের সংগ্রহে যে যুদ্ধবিমান রয়েছে, সেগুলো এখন আর সক্রিয় নেই।

৮৭ বছর বয়স্ক মাইকেল পন্ত একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা। তিনি নিজেও একজন
পাইলট ছিলেন। বর্তমানে মদের ব্যবসা করছেন।
ফ্রান্সের বিউনে বার্গান্ডি পাহাড়ে কয়েক হেক্টর জায়গা জুড়ে রয়েছে মাইকেলের একটি বিশাল দুর্গ। সেই দুর্গের বাগানেই যুদ্ধবিমানগুলো রাখা হয়েছে।

অত্যাধুনিক এফ-১৬ থেকে দ্বিতীয় বিশ^যুদ্ধের বিমান, মিগ ২১, ব্রিটিশ আমলে সিঙ্গল ইঞ্জিনের ডিএইচ ১১২ ভেনম যুদ্ধবিমান পন্তের সংগ্রহে আছে।

সেনাবাহিনীতে থাকাকালীন যুদ্ধবিমান সংগ্রহের নেশা চাপে তার। ১৯৮০ সাল থেকে বিমান সংগ্রহ শুরু করেন। একটি রেস জেতার জন্য সেনাবাহিনী থেকে পুরস্কার হিসেবে তাকে একটি যুদ্ধবিমান উপহার দেয়া হয়।

ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে বেশি যুদ্ধবিমান সংগ্রহের কারণে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় তার নাম রয়েছে।

যুদ্ধবিমান সংগ্রহ সম্পর্কে পন্তে বলেন, যুদ্ধবিমান সংগ্রহ করে আনন্দ পান। পাইলট থাকার কারণে বিমান বাহিনী থেকে কম দামে যুদ্ধবিমান কেনা শুরু করেন।

যুদ্ধবিমানগুলো প্রদর্শনের উদ্দেশ্যে তিনি একটি সংগ্রহশালা তৈরি করেছেন। প্রতি বছর প্রায় ৩০ হাজার পর্যটক এই সংগ্রহশালা ভ্রমণের উদ্দেশ্যে ঘুরতে আসেন।