কুমিল্লা প্রতিনিধি:
পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েগেলো কক্সবাজারস্থ বৃহত্তর কুমিল্লাবাসীর শুভেচ্ছ ও মতবিনিময় সভা।
সোমবার রাতে কক্সবাজার সার্কিট হাউজ মিলনায়তনে সামাজিক সংগঠন ‘ঐতিহ্য কুমিল্লা ও দৃষ্টান্ত ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ ফারুক (এম ফারুক)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ইনচার্জ, উপসচিব ড. আতিকুল ইসলাম, উপসচিব কাজী ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপসচিব আশরাফুল আফসার, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমীন আল পারভেজ, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশেদ আহমেদ নিশাত।
ঐতিহ্য কুমিল্লার পরিচালক ও মাছরাঙা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৃষ্টান্ত ফাউন্ডেশন এর সভাপতি, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ সাইফ উদ্দিন রনী, ‘কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড’ এর সত্ত্বাধিকারী শফিকুর রহমান চৌধুরী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক সাজিদুল ইসলাম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কর্মকর্তা সজীব ভূইয়াসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার বিধান কান্তি হালদারসহ কক্সবাজারস্থ বৃহত্তর কুমিল্লার বিভিন্ন পেশাজীবি লোকজন এতে উপস্থিত ছিলেন।
এদিকে শুভেচ্ছা বিনিময় শেষে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিরিক্ত জেলাপ্রশাসক আশরাফুল আফসার ও আমীন আল পারভেজ।