জাতীয় ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের একটি গ্যাস স্টেশনে ডাকাতের গুলিতে বাংলাদেশি এক পিএইচটি শিক্ষার্থী নিহত হয়েছে। ২৯ বছরের নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ফিরোজ-উল-আমিন রিয়াল।
রবিবার মার্কিন গণমাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীর প্রাণহানির খবর প্রকাশ করা হয়। ফিরোজ দেশটির লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাইবার সিকিউরিটি’র ওপর পিএইচডি করছিলেন।
ফিরোজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।