কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলে দিয়েছেন, তোমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ জামায়াত-বিএনপির নেতাকর্মী দ্বারা নির্যাতিত। এসব নির্যাতিত মানুষের পাশে গিয়ে তাদের সাহস দাও; কি কি প্রয়োজন আমাকে বলো। আমি ঐসব এলাকায় আওয়ামী লীগের উন্নয়নের প্রতিচ্ছবি দেখতে চাই।
শনিবার বিকালে কুমিল্লার তিতাস উপজেলার নয়াকান্দি বাজার সংলগ্ন মাঠে জনসভায় কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী; তাই আজ প্রমাণ করে দিয়ে গেলাম। এলাকার চলাচলের জনগুরুত্বপূর্ণ নয়াকান্দি বাজার থেকে আসামানিয়া বাজারের রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করে। নির্বাচিত হওয়ার একবছরে ১ কোটি ৭লাখ টাকা ব্যয়ে নয়াকান্দি বাজার থেকে ভাটিবন্দ পর্যন্ত কাজ শুরু হয়েছে পর্যায়ক্রমে সমস্ত রাস্তার কাজ শেষ করা হবে।
পরে তিনি উপজেলা পরিষদ মাঠে জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা: আনোয়ারা চৌধুরী, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম প্রমূখ।
উক্ত খেলায় নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের বিজয়ী হয় লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়।