ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর, কল্যাণপুর এবং শেকেরকান্দি গ্রামে শিয়ালের কামড়ে ২৬ জন নারী ও পুরুষ আহত হয়েছেন।
গতকাল রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে লোকজন প্রচণ্ড গরমে রাস্তায় বের হলে শিয়াল হঠাৎ তাদের উপর আক্রমণ করে। তাদের চিৎকারে বাড়ির ভিতর থেকে লোকজন বেরিয়ে এলে তাদেরকেও কামড়ায়। এই ঘটনায় তিন গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আহতদের দ্রুত সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া উপজেলার শেকেরকান্দি গ্রামের গুরুতর আহত ইয়াছিন (২৬) ও রাবেয়াকে (৫৫) ঢাকা মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন বলেন, আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে কয়েকজন আহত হওয়ার বিষয়টি শুনেছি , প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।