ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কোমল্লা এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ওই ঘটনা ঘটে। এ সময় বুড়িচং থানার ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

নিহতরা হলেন- জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল (২৮), দেবিদ্বার উপজেলার চরবকর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাবুল (৪০) এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪২)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো.মাঈন উদ্দিন।

তিনি আরও জানান, প্রতিরক্ষা বাঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এতে তিন ডাকাত আহত হন এবং অন্যরা পালিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোজাম্মেল, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক। ঘটনাস্থল থেকে ৭টি মুখোশ, পিস্তল, পাইপগান, ৪ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাতদের বিরুদ্ধে থানায় ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ ৬/৭টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত

আপডেট সময় ০১:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কোমল্লা এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে ওই ঘটনা ঘটে। এ সময় বুড়িচং থানার ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

নিহতরা হলেন- জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল (২৮), দেবিদ্বার উপজেলার চরবকর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাবুল (৪০) এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪২)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো.মাঈন উদ্দিন।

তিনি আরও জানান, প্রতিরক্ষা বাঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এতে তিন ডাকাত আহত হন এবং অন্যরা পালিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোজাম্মেল, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক। ঘটনাস্থল থেকে ৭টি মুখোশ, পিস্তল, পাইপগান, ৪ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাতদের বিরুদ্ধে থানায় ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ ৬/৭টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।