ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বেতন বৃদ্ধির দাবিতে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল

 আন্তর্জাতিক ডেস্ক:

বেতন বৃদ্ধির দাবিতে ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) পাইলটদের ডাকা দুই দিনব্যাপী হরতালের পরিপ্রেক্ষিতে রবিবার রাত থেকে নিজেদের সব ফ্লাইট বাতিল করেছে বিএ কর্তৃপক্ষ। খবর গার্ডিয়ান এর।

পাইলটদের ডাকা প্রথম এই হরতালে দুইদিনে তাদের দেড় হাজারের ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে আড়াই লাখেরও বেশি যাত্রী। ব্রিটেন থেকে প্রতিদিন ব্রিটিশ এয়ারওয়েজের প্রায় আটশো ফ্লাইট যাত্রা করে এবং প্রায় দেড় লাখ যাত্রী ওঠানামা করেন।

ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বিএএলপিএ) এর পক্ষ থেকে বলা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে তারা দুই দিনব্যাপী হরতাল ডেকেছেন। কর্তৃপক্ষ দাবি না মানলে আবার আগামী ২৭ সেপ্টেম্বর হরতাল ডাকা হবে।

সোমবার সকালে বিএ তাদের ওয়েবসাইটে জানায়, কোন উপায় না পেয়ে তারা তাদের প্রায় সব ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে। ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে গ্রাহকদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে আরও বলা হয়, ‘বিএ এল পি এ’র হরতালের কারণে আপনাদের ভোগান্তি ও হতাশা আমরা বুঝি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

আশার কথা হচ্ছে, বিএ ও বিএএলপিএ আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে সমাধানে পৌঁছানোর আগে সোমবার ও মঙ্গলবারের জন্য ব্রিটেন থেকে টেকঅফ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএ। একইসাথে বিএ কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি কেউ টাকা ফেরত নিতে না চায়, তবে তিনি মঙ্গলবারের পর যে কোন দিন টিকিট বুক করতে পারবেন।

বিএলপিএ জেনারেল সেক্রেটারী ব্রায়ান স্ট্রাটোন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএ’র তাদের পাইলটদের দিকে দৃষ্টি দেয়া উচিত। বিএ যখন সংকটের মুখে ছিল, তখন পাইলটরা নিজেদের বেতন-ভাতা, পেনশনে বড় ধরনের ছাড় দিয়েছে। আজ বিএ বিলিয়ন পাউন্ড লাভ করছে প্রতি বছর, অথচ পাইলটরা তাদের ন্যায্য ভাগ পাচ্ছে না। পাইলটেরা যে দাবি তুলেছেন তা নৈতিক।

উল্লেখ্য, গত তিন বছরে বিএ তাদের পাইলটদের বেতন ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। কিছু ক্যাপ্টেন বর্তমানে বার্ষিক দুই লাখ পাউন্ডেরও বেশি বেতন পান। কিন্তু, পাইলটদের মতে এই বৃদ্ধি বিএ এর লাভের তুলনায় কিছুই না।

উপরন্তু, বিএ কর্মকর্তারা পাইলটদের তুলনায় কয়েকগুণ বেশি বেতন ও সুবিধা ভোগ করেন। বিএ প্রধান এক্সিকিউটিভ অ্যালেক্স ক্রুজ বর্তমানে বার্ষিক ১.৩ মিলিয়ন বেতন পান। একজন পাইলট বলেন, ‘এটা শুধু টাকার ব্যাপার না,ব্যাপারটা আমাদের সম্মানের।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

বেতন বৃদ্ধির দাবিতে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল

আপডেট সময় ০১:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
 আন্তর্জাতিক ডেস্ক:

বেতন বৃদ্ধির দাবিতে ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) পাইলটদের ডাকা দুই দিনব্যাপী হরতালের পরিপ্রেক্ষিতে রবিবার রাত থেকে নিজেদের সব ফ্লাইট বাতিল করেছে বিএ কর্তৃপক্ষ। খবর গার্ডিয়ান এর।

পাইলটদের ডাকা প্রথম এই হরতালে দুইদিনে তাদের দেড় হাজারের ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে আড়াই লাখেরও বেশি যাত্রী। ব্রিটেন থেকে প্রতিদিন ব্রিটিশ এয়ারওয়েজের প্রায় আটশো ফ্লাইট যাত্রা করে এবং প্রায় দেড় লাখ যাত্রী ওঠানামা করেন।

ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বিএএলপিএ) এর পক্ষ থেকে বলা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে তারা দুই দিনব্যাপী হরতাল ডেকেছেন। কর্তৃপক্ষ দাবি না মানলে আবার আগামী ২৭ সেপ্টেম্বর হরতাল ডাকা হবে।

সোমবার সকালে বিএ তাদের ওয়েবসাইটে জানায়, কোন উপায় না পেয়ে তারা তাদের প্রায় সব ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে। ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে গ্রাহকদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে আরও বলা হয়, ‘বিএ এল পি এ’র হরতালের কারণে আপনাদের ভোগান্তি ও হতাশা আমরা বুঝি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

আশার কথা হচ্ছে, বিএ ও বিএএলপিএ আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে সমাধানে পৌঁছানোর আগে সোমবার ও মঙ্গলবারের জন্য ব্রিটেন থেকে টেকঅফ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএ। একইসাথে বিএ কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি কেউ টাকা ফেরত নিতে না চায়, তবে তিনি মঙ্গলবারের পর যে কোন দিন টিকিট বুক করতে পারবেন।

বিএলপিএ জেনারেল সেক্রেটারী ব্রায়ান স্ট্রাটোন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএ’র তাদের পাইলটদের দিকে দৃষ্টি দেয়া উচিত। বিএ যখন সংকটের মুখে ছিল, তখন পাইলটরা নিজেদের বেতন-ভাতা, পেনশনে বড় ধরনের ছাড় দিয়েছে। আজ বিএ বিলিয়ন পাউন্ড লাভ করছে প্রতি বছর, অথচ পাইলটরা তাদের ন্যায্য ভাগ পাচ্ছে না। পাইলটেরা যে দাবি তুলেছেন তা নৈতিক।

উল্লেখ্য, গত তিন বছরে বিএ তাদের পাইলটদের বেতন ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। কিছু ক্যাপ্টেন বর্তমানে বার্ষিক দুই লাখ পাউন্ডেরও বেশি বেতন পান। কিন্তু, পাইলটদের মতে এই বৃদ্ধি বিএ এর লাভের তুলনায় কিছুই না।

উপরন্তু, বিএ কর্মকর্তারা পাইলটদের তুলনায় কয়েকগুণ বেশি বেতন ও সুবিধা ভোগ করেন। বিএ প্রধান এক্সিকিউটিভ অ্যালেক্স ক্রুজ বর্তমানে বার্ষিক ১.৩ মিলিয়ন বেতন পান। একজন পাইলট বলেন, ‘এটা শুধু টাকার ব্যাপার না,ব্যাপারটা আমাদের সম্মানের।’