খেলাধূলা:
যে কোনো মৌসুম শেষেই বিনামূল্যে বার্সেলোনা ছাড়তে পারেন মেসি। আর্জেন্টাইন তারকার বর্তমান চুক্তিতে এমন এক ধারার অস্তিত্ব আছে। গেল সপ্তাহে স্প্যানিশ পত্রিকা এল পাইসের মাধ্যমে এমন এক খবর প্রকাশ পাবার পর থেকেই বার্সায় মেসির ভবিষ্যৎ নিয়ে বেশ জল্পনাকল্পনা শুরু হয়েছে।
এবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, আর্জেন্টাইন তারকাকে চিরজীবনের জন্য রেখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সা কর্তৃপক্ষ। মেসির বর্তমান চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ২০১৭ সালে যার মেয়াদ আছে আরো দুই মৌসুম পর্যন্ত। এই কারণেই এ নিয়ে কোনো তাড়াহুড়োয় নেই ক্লাবটি।
তবে স্প্যানিশ পত্রিকাটি এটাও জানাচ্ছে যে, চুক্তি নিয়ে ইতিমধ্যেই মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি এবং বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমিওর আলোচনা হয়েছে।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বার্সেলোনার সিনিয়র দলের হয়ে খেলছেন ২০০৪ সাল থেকে। ২০১৭ সালে তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করে দল। ১৫ বছর ধরে একই দলে খেলে মেসি যে শুধু বার্সার ভরসা হয়ে উঠেছেন তাই নয়, তিনি দলের সেরা অস্ত্রও বটে।