ফয়সল অাহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামে প্রতিপক্ষের গুলিতে সুমন মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এসময় আরও পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন- পাইকারচর গ্রামের আব্দুল আউয়াল (৬০), কামরুজ্জামান (৩৭), জালাল মিয়া (৪০), মনির হোসেন (৩৪) ও আব্দুল করিম (৩৫)। তাতুয়াকান্দি গ্রামের অলি মিয়া ও পার্শ্ববর্তী পাইকারচর গ্রামের জব্বর মিয়া এবং তাতুয়া কান্দি গ্রামের ইকবাল ও পাইকারচর গ্রামের জয়নাল মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন চলতে থাকা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে সুমন মিয়াসহ আহতরা একই গ্রামের দানা মিয়ার বাড়িতে তাস খেলছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন তাদেরকে ঘিরে ফেলে গুলি করে এবং এলোপাথারি কুপিয়ে চলে যায়। তাদের চিৎকারে পার্শ্ববর্তীরা এসে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন এবং অন্যদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়। হতাহতরা অলি মিয়া ও জব্বর মিয়ার গ্রুপের।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন চৌধুরী বলেন, এ এসপি সার্কেল মো.মেহেদী হাসান স্যার এবং আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।