বিনোদন ডেস্ক:
বলিউডে কে কার সঙ্গে প্রেম করছেন তা নিয়ে জল্পনা লেগেই থাকে। তবে এসব বিষয় গোপনে রাখতে পছন্দ করেন না অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। তাই তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি মাতামাতি হয়না। তবে সম্প্রতি রণবীরের বাড়ি থেকে মধ্যরাতে আলিয়া বের হওয়ার ছবি অনলাইনে প্রকাশ পায়। এরপরই সম্পূর্ণ ভিন্ন কারণে ভাইরাল হয় তার ছবি।
কেউ কেউ কমেন্ট করেছেন, ‘ইনি আলিয়া নন, ইনি ভূতিয়া (ভূত)’। আবার কেউ বা লিখেছেন, ‘চোখ দেখে মনে হচ্ছে কোনও খারাপ আত্মা ভর করেছে তোমার ওপর’। পাশাপাশি অনেকেই আলিয়ার হয়েও কমেন্ট করেছেন। তাদের বক্তব্য, ‘অন্ধকারে দূর থেকে ছবি দেখে আলিয়ার সৌন্দর্য মাপা যায় না’।
কিছু দিন আগেই রণবীরের সঙ্গে আফ্রিকায় ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন আলিয়া। তাদের বিয়ের কথাও শোনা যাচ্ছে। তবে এ নিয়ে রণবীর অথবা আলিয়া কেউই মুখ খোলেননি।