জাতীয় ডেস্ক:
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে গতানুগতিক কোনো যুদ্ধে জড়ালে ভারতের কাছে পাকিস্তান হেরে যেতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে পাকিস্তান সেই যুদ্ধে হেরে গেলেও এর ফলাফল ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে ইমরান খান এসব বলেন।
এর পরপরই পরমাণু যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন ইমরান খান। বলেন, ‘‘আমি নিশ্চিতভাবে বলতে পারি দুটি পরমাণু শক্তিধর দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে সেটা পরমাণু অস্ত্রের ব্যবহারের দিকেই অগ্রসর হবে। এখন যদি পাকিস্তানের কথা বলি, আল্লাহ্ না করুক, আমরা যদি সেই প্রথাগত যুদ্ধে হারের সম্মুখীন হয়, তখন আমাদের কাছে মাত্র দুটি রাস্তা খোলা থাকবে। এক হয় আত্মসমর্পণ করো নয়তো নিজেদের মৃত্যু পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই করে যাও।’’
‘‘আর আমি জানি, পাকিস্তান স্বাধীনতার জন্যই আমৃত্যু লড়াই করবে। আর যখন কিনা একটি পরমাণু শক্তিধর দেশ স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করার সংকল্প করে তখন ফলাফল খুবই ভয়ঙ্কর হয়।’’
ইমরান খান আরও যোগ করেন, ‘‘পরিস্থিতি এতোটাই খারাপের দিকে যাবে যে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে আর তা কেবলমাত্র ভারতীয় উপমহাদেশের মধ্যেই আটকে থাকবে না।’’ কাশ্মীর ইস্যু সমাধানে এবং উপমহাদেশে শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক ভাবে বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।