তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
রোজ রোববার, ৩১ জানুয়ারী ২০১৬ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদক (কে) না বলুন ও বাল্যবিবাহ প্রতিরোধে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
রোববার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ছাত্র,ছাত্রী, শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আরও অংশ নেন ইউএও আহমেদ জামিল, উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নোমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তারা মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্ব,স্ব অবস্থান থেকে স্বচ্ছ ভূমিকা রাখার আহ্বান জানান।