ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয়ে ফিরছেন হ্যাজেল কিচ

বিনোদন:

কেরিয়ারে একটি মাত্র ছবিতে অভিনয় করেছেন বলিউড মডেল ও অভিনেত্রী হ্যাজেল কিচ। সেটি হলো ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘বডিগার্ড’। ওই ছবিতে কারিনা কাপুরের বান্ধবী এবং সালমানের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল হ্যাজেলকে। চরিত্রটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু পরবর্তী সময়ে হ্যাজেলের একমাত্র পরিচয় হয়ে দাঁড়ায় ভারতের ড্যাশিং ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী।

তবে আট বছর বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন হ্যাজেল। আমির খানের মেয়ে ইরা খান পরিচালিত একটি নাটকে প্রধান ভূমিকায় দেখা যাবে তাকে। নাট্য পরিচালক হিসেবে এটি ইরার প্রথম কাজ। হ্যাজেল জানিয়েছেন, স্কুলে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া মঞ্চ নাটকের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই ইরার নাটকে অভিনয় করাটা তার কাছে বাড়ি ফেরার মতো।’

 

কিন্তু এত বছর সিনেমায় কেন দেখা যায়নি তাকে? হ্যাজেলের উত্তর, ‘বডিগার্ড’-এর পর বেশ কিছু ছবির অফার এসেছিল। কিন্তু সব এক রকম। এরপর একটি আইটেম সং করেছি। তখন পরপর আইটেম গানের অফারই আসতে থাকল। অভিনেত্রী হিসেবে এমন ছবিতে কাজ করতে চাই, যার চিত্রনাট্য ও চরিত্র অবশ্যই ইন্টারেস্টিং হবে। কোনো কিছু কমিট করলে শতভাগ ঢেলে দিই।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ

অভিনয়ে ফিরছেন হ্যাজেল কিচ

আপডেট সময় ০২:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
বিনোদন:

কেরিয়ারে একটি মাত্র ছবিতে অভিনয় করেছেন বলিউড মডেল ও অভিনেত্রী হ্যাজেল কিচ। সেটি হলো ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘বডিগার্ড’। ওই ছবিতে কারিনা কাপুরের বান্ধবী এবং সালমানের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল হ্যাজেলকে। চরিত্রটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু পরবর্তী সময়ে হ্যাজেলের একমাত্র পরিচয় হয়ে দাঁড়ায় ভারতের ড্যাশিং ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী।

তবে আট বছর বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন হ্যাজেল। আমির খানের মেয়ে ইরা খান পরিচালিত একটি নাটকে প্রধান ভূমিকায় দেখা যাবে তাকে। নাট্য পরিচালক হিসেবে এটি ইরার প্রথম কাজ। হ্যাজেল জানিয়েছেন, স্কুলে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া মঞ্চ নাটকের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই ইরার নাটকে অভিনয় করাটা তার কাছে বাড়ি ফেরার মতো।’

 

কিন্তু এত বছর সিনেমায় কেন দেখা যায়নি তাকে? হ্যাজেলের উত্তর, ‘বডিগার্ড’-এর পর বেশ কিছু ছবির অফার এসেছিল। কিন্তু সব এক রকম। এরপর একটি আইটেম সং করেছি। তখন পরপর আইটেম গানের অফারই আসতে থাকল। অভিনেত্রী হিসেবে এমন ছবিতে কাজ করতে চাই, যার চিত্রনাট্য ও চরিত্র অবশ্যই ইন্টারেস্টিং হবে। কোনো কিছু কমিট করলে শতভাগ ঢেলে দিই।’