জাতীয়:
বারবার চেষ্টা করেও দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো না এমনটা আশঙ্কা করে এ ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
দিদার বলেন, সাক্ষাতের অনুমতির জন্য গত ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার মেঝবোন সেলিনা ইসলাম স্বাক্ষরিত একটি আবেদন জেল কর্তৃপক্ষ বরাবর পৌঁছানো হয়েছে। কিন্তু আজও অনুমতির দেয়নি।
তিনি আরও বলেন, জেল কোড অনুযায়ী প্রতি মাসে ন্যূনতম দুইবার আত্মীয়-স্বজন দেখা করতে পারেন। চলতি মাসে তার সঙ্গে স্বজনদের সাক্ষাতের জন্য একবারও অনুমতি দেয়া হয়নি।
খালেদা জিয়ার স্বজনদের বরাত দিয়ে দিদার জানান, তার স্বজনদের ধারণা, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা খুবই খারাপ, যে কারণে স্বজনদের দেখা করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ।