আন্তর্জাতিক:
আফগানিস্তানের চারটি প্রদেশে আফগান স্পেশাল ফোর্সের পৃথক চারটি বিমানহামলায় আইএস ও তালেবানের অন্তত ৮ জন জঙ্গি নিহত হয়েছে। এসব হামলায় জঙ্গিদের বেশ কিছু গোলাবারুদ ও একটি গাড়ি বোমাও ধ্বংস হয়েছে।
আফগান নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, গজনীর কারাহ বাগ শহরে হামলায় একজন তালেবান সৈন্য নিহত হয়েছে। কুন্দুজের ইমাম শাহিব জেলায় আরেকটি হামলায় ৩ জন তালেবান সৈন্য এবং নানগাহারে পৃথক আরেকটি হামলায় ৩ জন আইএস জঙ্গি নিহত হয়েছে। এছাড়া লোগার রাজ্যে একটি বিমানহামলায় একটি গাড়িবোমাসহ এক জঙ্গি নিহত হয়েছে।
এর আগে একইদিনে রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে অপারেশন চালিয়ে ১২ জন তালেবান জঙ্গিকে আটক করেছে আফগান স্পেশাল ফোর্স। এরমধ্যে গজনী থেকে ৪ জন, কান্দাহার থেকে ৬ জন এবং কাবুল থেকে ২ জন তালেবান সেনাকে আটক করেছে দেশটির বিশেষ বাহিনী।
এদিকে আফগানিস্তানে জঙ্গি তৎপরতা ঠেকাতে সাম্প্রতিক সময়ে বেশ তৎপর হয়েছে আফগান-মার্কিন নিরাপত্তা জোট। দুদিন আগেই মার্কিন নিরাপত্তা বিভাগের সাথে একটি নতুন অস্ত্রচুক্তি স্বাক্ষর করেছে আফগানিস্তান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী।
এই চুক্তি অনুসারে, আফগান সরকার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার দিবে। বিনিময়ে যুক্তরাজ্য আগামী ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এম৪ ও এম৪এ১ সিরিজের অত্যাধুনিক রাইফেল সরবরাহ করবে আগফানিস্তানকে। তথ্যসূত্র: খামা প্রেস।