মো. তপন সরকার,হোমনা(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বালুবাহী ট্রাক্টর চাপায় আফরোজা আক্তার (২) নামে এক শিশু নিহত হয়েছে। নাতনিকে বাচাতে গিয়ে ট্রাক্টও চাপায় দাদী রোকিয়া বেগম(৫০)মারাত্মক আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টারদিকে পৌরসভার লটিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা আক্তার ওই গ্রামের আবদুল মালেকের মেয়ে এবং আহত রোকিয়া বেগম মো. রফিকুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ৯টার দিকে আফরোজা আক্তার রাস্তা খেলা করছিল এমন সময় বালু বহনকারী একটি ট্রাক্টও রাস্তায় দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পিছন থেকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। তাকে বাচাতে তার দাদী রোকিয়া বেগম আগাইয়া আসলে সেও আহত হয় ।
পওে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । ঘটনার পরেই চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি সিন্ডিকেট চেষ্টা চালিয়ে যাচ্ছে । হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান,এ ঘটনায় কোন অভিযোগ পাইনি ।