শামীম আহাম্মদ :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাশঁকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ মাঠে শনিবার দুপুরে উচ্চ মাধ্যমিক শ্রেণীর বরণ উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ মাঝি, কলেজের দাতা সদস্য মফিজ উদ্দিন সরকার।
আওয়ামীলীগ নেতা লিটন কুমার ভৌমিক ও শুশান্ত দেবনাথের যৌথ উপস্থাপনায় নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জেসমিন কামাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা, দক্ষিণ মুরাদনগর কল্যান সমিতির সভাপতি প্রকৌশলী রেজাউল করিম, সহ-সভাপতি প্রকৌশলী মোখলেছুর রহমান, উরিশ^র বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাশকাইট পি.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার, পান্তি দাখিল মাদরাসার সুপার মাওলানা ওমর ফারুক, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আহসান হাবীব শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ ও যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম তুহিন প্রমুখ।
নবীন বরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। নবীন বরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলে।