খেলাধূলা:
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বাম ঊরুর ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। যদিও নতুন এই ইনজুরির কারণে ঠিক কতদিন মেসিকে বিশ্রামে থাকতে হবে এ ব্যপারে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপাতত মেসি দলের বাইরে থাকবেন। শনিবার লা লিগায় গেটাফে সফরে মেসিকে না পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। এরপর আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে আথিত্য দিবে কাতালান জায়ান্টরা। চারদিন পর লিগে ক্যাম্প ন্যুতেই সেভিয়ার মোকাবেলা করবে।’
সব ধরনের প্রতিযোগিতায় সাত ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হওয়া বার্সেলোনা যত দ্রুত সম্ভব তাদের সুপারস্টারকে দলে ফিরে পাওয়ার আশা করছে। কাফ ইনজুরি কাটিয়ে মেসি বরুশিয়া ডর্টমুন্ড ও গ্রানাডার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এরপর ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম একাদশের জন্য নিজেকে ফিট প্রমাণ করেন।