জাতীয়:
আওয়ামী লীগ নেতাদের পৃষ্ঠপোষকতায় ঢাকায় ক্যাসিনো ব্যবসা চলছে এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকারি দলের নেতারা বলছেন তারেক রহমান নাকি ক্যাসিনোর টাকা ভাগ পান। তাহলে সরকার কি বসে বসে আঙুল চোষে?’
আওয়ামী লীগের উদ্দেশ্যে নজরুল ইসলাম বলেন, ‘আপনাদের পৃষ্ঠপোষকতা ছাড়া তারা এগুলো করতে পারতো না। যারা ক্যাসিনোর সঙ্গে জড়িত তাদের সবাইকে ধরুন। বাংলাদেশ থেকে ক্যাসিনোর ক্যালচার দূর করুন। লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন। কিন্তু আপনার এটা করতে পারবেন না। কারণ এ অনাচার যত বাড়তে থাকবে তত আপনাদের নেতার লাভবান হবেন।’
বিএনপি-জামায়াত করা লোকদের আওয়ামী লীগের বড় বড় পদে শেখ হাসিনা কেন বসিয়েছেন, এমন প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, ‘খন্দকার মোশতাক যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত সবাই জানে, সেই মোশতাকের রাষ্ট্রপতির শপথ গ্রহণের ব্যবস্থা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সে এখন আওয়ামী লীগার হয়েছেন।’
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতো বর্তমান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জিয়া পরিবারের বিষোদগারের দায়িত্ব পেয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
‘এই সংকট থেকে মুক্তির জন্য সরকার পরিবর্তন দরকার। সরকার পরিবর্তন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না।’
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা, শ্রমিক নেতা গাজী বুরহান প্রমুখ।