খেলাধূলা:
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার কারণে আগামী জানুয়ারিতে ভারতের মাটিতে জিম্বাবুয়ের সফর বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জিম্বাবুয়ের বদলে ভারত সফরে শ্রীলংকাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আইসিসি’র নিষেধাজ্ঞা থাকায় শ্রীলংকাকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। শ্রীলংকা ক্রিকেট ভারত সফর করার জন্য সম্মতি দিয়েছে। সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে লংকানরা।’
ভারত সফরে শ্রীলংকার তিন ম্যাচের টি-২০ শুরু হবে ৪ জানুয়ারি। পরের দু’টি হবে- ৭ ও ১০ জানুয়ারি।
সরকারী হস্তক্ষেপের অভিযোগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেটকে (জেডসি) নিষিদ্ধ করে আইসিসি। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছিল, ‘বোর্ডে সরকারের হস্তক্ষেপ থাকায় সংবিধানের অনুচ্ছেদ ২.৪ (সি) ও (ডি) ভঙ্গ করেছে জেডসি। ক্রিকেট খেলাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে চায় আইসিসি। জিম্বাবুয়েতে যা ঘটেছে, সেটা আইসিসি সংবিধান অনুযায়ী গুরুতর অপরাধ। তাই তাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। তবে আমরা পুনরায় জিম্বাবুয়েকে নিয়ে বিবেচনা করবো।’
নিষেধাজ্ঞার মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে সম্প্রতি ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বিসিবি। লিগ পর্ব থেকেই বিদায় নেয় জিম্বাবুয়ে। ফাইনালের টিকিট পেয়েছিলো বাংলাদেশ-আফগানিস্তান। কিন্তু বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত হলে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ-আফগানিস্তান।