খেলাধূলা:
ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশের যুবারা।
খেলার প্রথমার্ধেই তানভীর হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও মারাজ হোসেন একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধের এসে যোগ করা সময়ে আরেকটি গোল করেন দীপক রয়। শেষপর্যন্ত ৪টি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে এবারের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করে ভারতের সঙ্গে। অবশেষে ফাইনালের টিকিট পেল বাংলাদেশের যুবারা।
টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে রবিবার। ভারত ও মালদ্বীপের খেলায় যে দল জয়ী হবে ফাইনালেই তার বিপক্ষে লড়বে বাংলাদেশ।