চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় সফিকুর রহমান (২৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুর রহমান চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকায় মুহুরী বাড়ির আব্দুল মালেক এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুব্রত জানান, চান্দিনা উপজেলা গেইট এলাকায় মহাসড়কের লেন বিভাজনের ফাঁকা অংশে রিকশাটি পারাপার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক সফিকের মৃত্যু ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।