ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে ২০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি একটি হিসেবে জানা গেছে, নির্বাচনে অংশ নিয়েছেন মাত্র ২০ শতাংশ ভোটার।

দেশটিতে এবারের নির্বাচনে ৩ কোটি ৫০ লাখ নাগরিকের মধ্যে ৯৬ লাখ নাগরিক ভোটার হয়েছিলেন। তার মধ্যে মাত্র ২০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিয়ে তাদের মত প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ৫ জনের মধ্যে মাত্র একজন ভোটার ব্যালট বাক্সে তার ভোট ঢেলেছেন।

আফগান স্বাধীন নির্বাচন কমিশনের (আইইসি) দেওয়া তথ্যমতে, ভোটকেন্দ্রে আসা ভোটারদের এক-তৃতীয়াংশ ছিল নারী ভোটার। রবিবার প্রকাশিত সংস্থাটির রিপোর্টে দেখা গেছে, ভোটারদের প্রকৃত উপস্থিতি আরও কম ছিল। তাদের হিসাব অনুযায়ী, ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন মাত্র ১১ লাখ ভোটার।

এদিকে আফগান সরকার এ নির্বাচনকে সফল বলে দাবি করে জানিয়েছে, কঠোর নিরাপত্তার কারণে তালেবানরা এদিন বড় ধরনের হামলা চালাতে পারেনি।

তবে, আফগানিস্তান পর্যবেক্ষক কমিটির তথ্যমতে, নির্বাচনের দিন ছোটবড় প্রায় চারশটি হামলার ঘটনা ঘটেছে। তালেবানের পক্ষ থেকে ৫৩১টি হামলার দাবি করা হলেও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, শত্রুপক্ষ (তালেবান) মাত্র ৬৮টি ছোটখাটো হামলায় সক্ষম হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৩৬ দিনেও সন্ধ্যান মেলেনি মানসিক ভারসাম্যহীন পিংকির

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে ২০ শতাংশ

আপডেট সময় ০৩:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি একটি হিসেবে জানা গেছে, নির্বাচনে অংশ নিয়েছেন মাত্র ২০ শতাংশ ভোটার।

দেশটিতে এবারের নির্বাচনে ৩ কোটি ৫০ লাখ নাগরিকের মধ্যে ৯৬ লাখ নাগরিক ভোটার হয়েছিলেন। তার মধ্যে মাত্র ২০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিয়ে তাদের মত প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ৫ জনের মধ্যে মাত্র একজন ভোটার ব্যালট বাক্সে তার ভোট ঢেলেছেন।

আফগান স্বাধীন নির্বাচন কমিশনের (আইইসি) দেওয়া তথ্যমতে, ভোটকেন্দ্রে আসা ভোটারদের এক-তৃতীয়াংশ ছিল নারী ভোটার। রবিবার প্রকাশিত সংস্থাটির রিপোর্টে দেখা গেছে, ভোটারদের প্রকৃত উপস্থিতি আরও কম ছিল। তাদের হিসাব অনুযায়ী, ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন মাত্র ১১ লাখ ভোটার।

এদিকে আফগান সরকার এ নির্বাচনকে সফল বলে দাবি করে জানিয়েছে, কঠোর নিরাপত্তার কারণে তালেবানরা এদিন বড় ধরনের হামলা চালাতে পারেনি।

তবে, আফগানিস্তান পর্যবেক্ষক কমিটির তথ্যমতে, নির্বাচনের দিন ছোটবড় প্রায় চারশটি হামলার ঘটনা ঘটেছে। তালেবানের পক্ষ থেকে ৫৩১টি হামলার দাবি করা হলেও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, শত্রুপক্ষ (তালেবান) মাত্র ৬৮টি ছোটখাটো হামলায় সক্ষম হয়েছে।