আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ ও আহত ৬।
দুবাই পুলিশ জানায়, ঘটনাস্থলেই বাস চালকসহ সাত যাত্রী মারা যায়। আহত সবাইকে স্থানীয় রশিদ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত সবাই এশিয়ার নাগরিক।
দুর্ঘটনায় আহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা জানায়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাকিস্তান এবং ভারতের নাগরিক রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।