মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় কুমিল্লা জেলার বুহত্তর মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা২ টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩০টি পরিবারের মাঝে ২টি করে ৬০টি ছাগল বিতরণ করা হয়েছে ।
এ সময় উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও তাপ্তি চাকমা,ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহাম্মদ জাকশি,আরএমও ডা. মো. শহিদ উল্লাহ,পিআইও মো.নাহিদ আহাম্মদ জাকির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, আরডিও স্বপন চন্দ্র বর্মন ও হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন ।