খেলাধূলা:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। টানা দুই জয়ে লিগের দ্বিতীয়স্থানেও উঠে এসেছে দলটি। দলের অবদানে ২ উইকেট নেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে ত্রিনবাগো নাইট রাইডার্স। লেন্ডল সিমন্স দলীয় সর্বোচ্চ ৬০ রান করলেও আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। বার্বাডোজের হয়ে সাকিব আল হাসান , হ্যারি গার্নি ও হেইডেন ওয়ালশ দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বার্বাডোজ। উদ্বোধনী জুটিতে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন বার্বাডোজের দুই ওপেনার জনসন চার্লস ও অ্যালেক্স হেলস। হেলস ৩৩ রানে ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নেন চার্লস। আগের দুই ম্যাচে দারুণ ব্যাট করা সাকিব এ ম্যাচে ১৩ রানে আউট হন।