শামীম আহম্মেদ, মুরাদনগর
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে বুধবার দুপুরে ২২টি ইউনিয়নের ১৪২টি পূজামন্ডপে সরকারি ভাবে বরাদ্দকৃত অনুদানের চাল আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিত্যানন্দ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ডা: যুগল ব্রহ্মচারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার, বিমল বিকাশ ভৌমিক, গোপাল দেবসহ-সভাপতি প্রভাষক দ্বীন দয়াল পাল, সাধারণ সম্পাদক রাম প্রসাদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন দাস, সাংগঠনিক সম্পাদক বিশ^জিত দেব বিষু, অর্থ সম্পাদক দীপক রায় দিপু, সাবেক সাধারণ সম্পাদক শংকর রায়, মন্দির সংরক্ষণ সম্পাদক রঞ্জিত দেবনাথসহ পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
উল্লেখ্য, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবারো সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসণের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে।