আন্তর্জাতিক ডেস্ক:
ইতালিতে অভিবাসীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত, আহত ৩। শুক্রবার বিকেলে ইতালির ত্রিয়তে প্রদেশের পুলিশ সদর দপ্তরে এ ঘটনা ঘটে। নিহত দুই পুলিশ সদস্য হলেন- পেয়ারলুইজি রুত্তা (৩৪) ও মাত্তেও দে মেনেগো (৩০)।
এ ঘটনায় ত্রিয়তে শহরে শোক পালন করা হচ্ছে। ইতালির রাষ্ট্রপতি সার্জেও মাত্তারেল্লা পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পুলিশ প্রধানসহ সরকারের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ল্যামার্জিস।
পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মানসিক রুগী এবং ছোট ভাই কার্লাইল একজন শুটার ছিল।