মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি;
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ওমর ফারুক(৩৫) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধামঘর গ্রামের মুছা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি উপজেলার ধামঘর গ্রাামের কলিমুদ্দিন সরকার বাড়ীর ইব্রাহিম সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওমর ফারুক উপজেলার ধামঘর গ্রামের মুসা মার্কেট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এস আই কবির হোসেন ও এএসআই সুকান্তের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানায় ওমর ফারুক রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকদেরকে বিভিন্নভাবে হয়রানি করতো। এলাকার সাধারন মানুষকে তার কাছে জিম্মি করে রাখতো।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম জানান, সাজাপ্রাপ্ত আসামি ওমর ফারুককে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।