খেলাধূলা ডেস্ক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসছেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
তিনি বলেন, ‘আমরা ফিফা’র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাতে তিনি সাড়া দিয়েছেন। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যায় তিনি এক দিনের সফরে বাংলাদেশে আসবেন। ১৭ অক্টোবর সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন।’
এ ব্যাপারে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান বাফুফে’র সাধারণ সম্পাদক।