ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চলচ্চিত্রের ভিন্ন সঙ্কট!

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার বিচ্ছিন্ন কিছু সফলতার হিসেব বাদ দিলে ইন্ডাস্ট্রির অবস্থা এখনো অনেকটাই নড়বড়ে। প্রতিবছর যে ক’টি সিনেমার ঘোষণা দেওয়া হয় তার অর্ধেকও হয়তো মুক্তির তালিকায় থাকে না। বাকি সিনেমাগুলোর ভবিষ্যত্ থাকে অনিশ্চিত। কখনো মহরতের খবর দিয়েই শেষ, আবার কখনো শুটিংয়ের মাঝে বন্ধ হয়ে যায় সিনেমার যাত্রা। এর অন্যতম কারণ হিসেবে পেশাদার প্রযোজকের বিষয়টি উঠে এসেছে অনেকবার। তবে এতে প্রযোজকদের লাভ-লোকসানের খবরটা আড়ালে থাকলেও এসব অনিশ্চিত সিনেমাগুলোর নায়ক-নায়িকাদের পড়তে হয় ক্যারিয়ার সঙ্কটে।

মূলধারার সিনেমায় এখন পর্যন্ত ভরসার নাম শাকিব খান। নায়িকা হওয়ার স্বপ্ন যারা দেখেন তাদের অনেকেই চান শাকিবের সঙ্গে ক্যারিয়ারের প্রথম সিনেমা করতে। এতে ক্যারিয়ারের শুরুটা বেশ আলোচনা দিয়ে শুরু হলেও পরবর্তীতে আর খুব একটা এগুতে পারেননি অনেকে। এ বছর বেশ বড়সড়োভাবে মহরত হয় ‘শাহেনশাহ’ সিনেমার। এই সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়িকা রোদেলা জান্নাত।

এছাড়াও প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধেন নুসরাত ফারিয়া। সিনেমার মহরত থেকে শুরু করে শুটিং শেষ হওয়া পর্যন্ত বিভিন্নভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে সিনেমাটির প্রসঙ্গ। শুধু তাই নয়, সিনেমা মুক্তি নিয়েও চলে বেশ হইচই। কিন্তু এখন পর্যন্ত মুক্তির সব খবরই ছিল ফাঁকা আওয়াজ। যেখানে ইন্ডাস্ট্রির প্রযোজকদের অন্যতম ভরসা এখনো শাকিব খান, তার সিনেমাই আটকে আছে।

অন্যদিকে সেই সিনেমার পর নতুন কোনো সিনেমার খবর নেই রোদেলা জান্নাতের। স্বাভাবিকভাবেই প্রথম সিনেমার প্রতিক্রিয়া না পেলে পরবর্তী সিনেমার জন্য ডাক আসাটা সময়ের ব্যাপার। নুসরাত ফারিয়াকেও ‘শাহেনশাহ’র পর নতুন সিনেমার খবরে পাওয়া যায়নি। অথচ কলকাতার সিনেমায় নিয়মিত চলছে তার ব্যস্ততা। সম্প্রতি ‘ভয়’ শিরোনামে একটি সিনেমার কাজ শেষ করলেন কলকাতায়। কিন্তু আমাদের এই সিনেমা সঙ্কটে আমাদের নিজেদের নায়িকাদের নিয়েই কাজ করতে পারছি না। অথচ ঢাকাই সিনেমার জন্য নিয়ে আসা হচ্ছে কলকাতার নায়িকা। কিছুদিন আগেই এফডিসিতে শুটিং করে গেলেন কলকাতার শ্রাবন্তী ও ঋতুপর্ণা।

অন্যদিকে নিজের সিনেমার ভবিষ্যত্ অনিশ্চিত নিয়ে শাকিব খানও বিব্রতকর অবস্থায় আছেন। কারণ ইন্ডাস্ট্রির শীর্ষ একজন নায়কের সিনেমা আটকে থাকাটা তার ক্যারিয়ারের জন্যও নেতিবাচক। সম্প্রতি তিনি জানিয়েছেন নিজের প্রোডাকশনের বাইরে এখন থেকে ভেবে চিন্তে কাজ করবেন তিনি। কারণ কিছুদিন আগে ‘আগুন’ সিনেমার শুটিং বন্ধ হওয়ার গুঞ্জন ওঠে। তার কারণ সিনেমাটির প্রযোজনা সংস্থার মালিক জড়িত রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া ক্যাসিনো ইস্যুতে। সিনেমার শুটিং শেষ হলেও এই মুক্তি কতটুকু নিশ্চিত তা কিন্তু এখনো সন্দেহের মধ্যে রয়েছে।

শাকিবের অনিশ্চিত সিনেমার তালিকায় তাহলে যুক্ত হচ্ছে আরো একটি সিনেমা। এই সিনেমার মধ্য দিয়ে নায়িকা জাহারা মিতুও হয়তো পড়তে যাচ্ছেন ক্যারিয়ার সঙ্কটে। কারণ প্রথম সিনেমা যখন শুরু হয় শাকিব খানের সঙ্গে তখন পরবর্তীতে সেই রকম বাজেটের সিনেমা পাওয়াটা ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থায় সহজ নয়। তার ওপর প্রথম সিনেমা যদি মুক্তিই না পায়! যেমনটা হয়েছে চিত্রনায়িকা বুবলীর বেলায়ও। এখন পর্যন্ত শাকিবের বিপরীতে ছাড়া অন্য সিনেমায় দেখা যায়নি তাকে। যদিও তিনি বলেছেন শাকিব ছাড়াও অন্যদের সঙ্গে কাজ করতে চান তিনি। তবে সেই কথা শুধু ‘বুলি’ হয়েই রয়ে গেছে এখন পর্যন্ত। তবে বাস্তব জায়গাটাও তিনি বলেছেন অনেকবার।

প্রথম সিনেমা যখন শাকিবের সঙ্গে, পরবর্তী সিনেমা করার জন্য তাই সেই মাপের না হলেও কাছাকাছি হতে হবে। বিষয়টি শুধু শাকিব বা তার নায়িকাদের বেলাতেই নয়। অন্যান্য অনেক সিনেমাই এখন পর্যন্ত শুধু মহরতেই আটকে আছে। অনেক সম্ভাব্য নায়ক-নায়িকার ক্যারিয়ার আটকে আছে একটি সিনেমা দিয়েই। ইন্ডাস্ট্রির এখন মূল সঙ্কট এই জায়গাগুলোতে। পেশাদার প্রযোজকের অভাব।

এমন সঙ্কটের সময়েও অনেক বছর বন্ধ ছিল প্রযোজক সমিতির কার্যক্রম। ছিল না কোনো ধরনের দায়বদ্ধতার জায়গা। যদিও এ বছর নির্বাচনের মাধ্যমে অনেক বছর পর আবারো সরব হয়েছে সংগঠনটি। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রমের খবর পাওয়া যায়নি তাদের। ইন্ডাস্ট্রির এই সময়ে প্রয়োজন সিনেমার সংখ্যা বৃদ্ধি। পাশাপাশি পেশাদার প্রযোজক। কারণ একজন প্রযোজক একটি সিনেমার অভিভাবকত্বের জায়গায় এখন আর নেই। সেই জায়গাটায় আসা জরুরি। কারণ সিনেমাগুলোর যত্নের অভাব রয়েছে। পাশাপাশি ইন্ডাস্ট্রিরও যত্নের অভাব রয়েছে। তাই সিনেমার বাজেট কম হলেও বেশি বেশি সিনেমা নির্মাণ ও মুক্তি দেওয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

চলচ্চিত্রের ভিন্ন সঙ্কট!

আপডেট সময় ০১:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার বিচ্ছিন্ন কিছু সফলতার হিসেব বাদ দিলে ইন্ডাস্ট্রির অবস্থা এখনো অনেকটাই নড়বড়ে। প্রতিবছর যে ক’টি সিনেমার ঘোষণা দেওয়া হয় তার অর্ধেকও হয়তো মুক্তির তালিকায় থাকে না। বাকি সিনেমাগুলোর ভবিষ্যত্ থাকে অনিশ্চিত। কখনো মহরতের খবর দিয়েই শেষ, আবার কখনো শুটিংয়ের মাঝে বন্ধ হয়ে যায় সিনেমার যাত্রা। এর অন্যতম কারণ হিসেবে পেশাদার প্রযোজকের বিষয়টি উঠে এসেছে অনেকবার। তবে এতে প্রযোজকদের লাভ-লোকসানের খবরটা আড়ালে থাকলেও এসব অনিশ্চিত সিনেমাগুলোর নায়ক-নায়িকাদের পড়তে হয় ক্যারিয়ার সঙ্কটে।

মূলধারার সিনেমায় এখন পর্যন্ত ভরসার নাম শাকিব খান। নায়িকা হওয়ার স্বপ্ন যারা দেখেন তাদের অনেকেই চান শাকিবের সঙ্গে ক্যারিয়ারের প্রথম সিনেমা করতে। এতে ক্যারিয়ারের শুরুটা বেশ আলোচনা দিয়ে শুরু হলেও পরবর্তীতে আর খুব একটা এগুতে পারেননি অনেকে। এ বছর বেশ বড়সড়োভাবে মহরত হয় ‘শাহেনশাহ’ সিনেমার। এই সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়িকা রোদেলা জান্নাত।

এছাড়াও প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধেন নুসরাত ফারিয়া। সিনেমার মহরত থেকে শুরু করে শুটিং শেষ হওয়া পর্যন্ত বিভিন্নভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে সিনেমাটির প্রসঙ্গ। শুধু তাই নয়, সিনেমা মুক্তি নিয়েও চলে বেশ হইচই। কিন্তু এখন পর্যন্ত মুক্তির সব খবরই ছিল ফাঁকা আওয়াজ। যেখানে ইন্ডাস্ট্রির প্রযোজকদের অন্যতম ভরসা এখনো শাকিব খান, তার সিনেমাই আটকে আছে।

অন্যদিকে সেই সিনেমার পর নতুন কোনো সিনেমার খবর নেই রোদেলা জান্নাতের। স্বাভাবিকভাবেই প্রথম সিনেমার প্রতিক্রিয়া না পেলে পরবর্তী সিনেমার জন্য ডাক আসাটা সময়ের ব্যাপার। নুসরাত ফারিয়াকেও ‘শাহেনশাহ’র পর নতুন সিনেমার খবরে পাওয়া যায়নি। অথচ কলকাতার সিনেমায় নিয়মিত চলছে তার ব্যস্ততা। সম্প্রতি ‘ভয়’ শিরোনামে একটি সিনেমার কাজ শেষ করলেন কলকাতায়। কিন্তু আমাদের এই সিনেমা সঙ্কটে আমাদের নিজেদের নায়িকাদের নিয়েই কাজ করতে পারছি না। অথচ ঢাকাই সিনেমার জন্য নিয়ে আসা হচ্ছে কলকাতার নায়িকা। কিছুদিন আগেই এফডিসিতে শুটিং করে গেলেন কলকাতার শ্রাবন্তী ও ঋতুপর্ণা।

অন্যদিকে নিজের সিনেমার ভবিষ্যত্ অনিশ্চিত নিয়ে শাকিব খানও বিব্রতকর অবস্থায় আছেন। কারণ ইন্ডাস্ট্রির শীর্ষ একজন নায়কের সিনেমা আটকে থাকাটা তার ক্যারিয়ারের জন্যও নেতিবাচক। সম্প্রতি তিনি জানিয়েছেন নিজের প্রোডাকশনের বাইরে এখন থেকে ভেবে চিন্তে কাজ করবেন তিনি। কারণ কিছুদিন আগে ‘আগুন’ সিনেমার শুটিং বন্ধ হওয়ার গুঞ্জন ওঠে। তার কারণ সিনেমাটির প্রযোজনা সংস্থার মালিক জড়িত রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া ক্যাসিনো ইস্যুতে। সিনেমার শুটিং শেষ হলেও এই মুক্তি কতটুকু নিশ্চিত তা কিন্তু এখনো সন্দেহের মধ্যে রয়েছে।

শাকিবের অনিশ্চিত সিনেমার তালিকায় তাহলে যুক্ত হচ্ছে আরো একটি সিনেমা। এই সিনেমার মধ্য দিয়ে নায়িকা জাহারা মিতুও হয়তো পড়তে যাচ্ছেন ক্যারিয়ার সঙ্কটে। কারণ প্রথম সিনেমা যখন শুরু হয় শাকিব খানের সঙ্গে তখন পরবর্তীতে সেই রকম বাজেটের সিনেমা পাওয়াটা ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থায় সহজ নয়। তার ওপর প্রথম সিনেমা যদি মুক্তিই না পায়! যেমনটা হয়েছে চিত্রনায়িকা বুবলীর বেলায়ও। এখন পর্যন্ত শাকিবের বিপরীতে ছাড়া অন্য সিনেমায় দেখা যায়নি তাকে। যদিও তিনি বলেছেন শাকিব ছাড়াও অন্যদের সঙ্গে কাজ করতে চান তিনি। তবে সেই কথা শুধু ‘বুলি’ হয়েই রয়ে গেছে এখন পর্যন্ত। তবে বাস্তব জায়গাটাও তিনি বলেছেন অনেকবার।

প্রথম সিনেমা যখন শাকিবের সঙ্গে, পরবর্তী সিনেমা করার জন্য তাই সেই মাপের না হলেও কাছাকাছি হতে হবে। বিষয়টি শুধু শাকিব বা তার নায়িকাদের বেলাতেই নয়। অন্যান্য অনেক সিনেমাই এখন পর্যন্ত শুধু মহরতেই আটকে আছে। অনেক সম্ভাব্য নায়ক-নায়িকার ক্যারিয়ার আটকে আছে একটি সিনেমা দিয়েই। ইন্ডাস্ট্রির এখন মূল সঙ্কট এই জায়গাগুলোতে। পেশাদার প্রযোজকের অভাব।

এমন সঙ্কটের সময়েও অনেক বছর বন্ধ ছিল প্রযোজক সমিতির কার্যক্রম। ছিল না কোনো ধরনের দায়বদ্ধতার জায়গা। যদিও এ বছর নির্বাচনের মাধ্যমে অনেক বছর পর আবারো সরব হয়েছে সংগঠনটি। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রমের খবর পাওয়া যায়নি তাদের। ইন্ডাস্ট্রির এই সময়ে প্রয়োজন সিনেমার সংখ্যা বৃদ্ধি। পাশাপাশি পেশাদার প্রযোজক। কারণ একজন প্রযোজক একটি সিনেমার অভিভাবকত্বের জায়গায় এখন আর নেই। সেই জায়গাটায় আসা জরুরি। কারণ সিনেমাগুলোর যত্নের অভাব রয়েছে। পাশাপাশি ইন্ডাস্ট্রিরও যত্নের অভাব রয়েছে। তাই সিনেমার বাজেট কম হলেও বেশি বেশি সিনেমা নির্মাণ ও মুক্তি দেওয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে।