আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকা মহাদেশে অবস্থিত কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর গ্যারিসায় রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়,‘হামলার পেছনে রয়েছে সোমালিয়ার বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাব। বিস্ফোরণে পুলিশকে বহনকারী গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীদের ধরতে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’
নিহত পুলিশ কর্মকর্তাদের পরিচয় সম্পর্কে এক কর্মকর্তা বলেন,‘গ্যারিসার হহেরেতে অবস্থিত সাধারণ পরিষেবা ইউনিটের সদস্য ছিলেন তারা।’
গত জুনে একই ধরনের আরেকটি বিস্ফোরণে দেশটির পুলিশের ১২ জন সদস্য নিহত হয়েছিল।