মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে চেক জালিয়াতির মামলায় ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামী উপজেলা যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা(৩৫)কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আনোয়ার হোসেন জাতীয় পার্টির সহযোগি সংগঠন যুব সংহতির মুরাদনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের দড়িকান্দি পাচঁকিত্তা গ্রামের আবদুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, চেক জালিয়াতির মামলায় ১৫দিনের সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন মোল্লা কোম্পানীগঞ্জ বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে মুরাদনগর থানার এসআই রিপন কুমার দাশ ও এএসআই মোতালেব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন আটককৃত আসামীকে শনিবার বিকেলে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।