ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাবার নতুন ইমাম শায়েখ ইয়াসির

ধর্ম ও জীবন :

মসজিদুল হারামের নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়েখ ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল উদয়ানি আদ দাওসারি। গত রবিবার (১৩ অক্টোবর) সৌদি রাজকীয় এক ফরমানে তার নিয়োগের ঘোষণা দেয়া হয়।

শায়েখ ইয়াসির বিন রশিদ সোমবার মাগরিবের নামাজে প্রথম ইমামতি করেন।

চল্লিশ বছর বয়সী এই ইমাম এর আগে মসজিদুল হারামে তারাবিহ এবং তাহাজ্জুদ নামাজের ইমামতি করেছেন। তবে এই মসজিদে ফরজ নামাজের ইমামতির দায়িত্ব পেলেন।

শায়েখ ইয়াসির বিন রশিদ সৌদিসহ গোটা বিশ্বের খ্যাতিমান একজন কারি; বিশ্বের নামীদামী বিখ্যাত কারিদের থেকে কেরাত শিখেছেন এবং সনদ লাভে করেছেন। সৌদি আরব ব্রিটেনসহ বিশ্বের নানা প্রান্তে কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

কাবার নতুন ইমাম শায়েখ ইয়াসির

আপডেট সময় ০৩:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
ধর্ম ও জীবন :

মসজিদুল হারামের নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়েখ ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল উদয়ানি আদ দাওসারি। গত রবিবার (১৩ অক্টোবর) সৌদি রাজকীয় এক ফরমানে তার নিয়োগের ঘোষণা দেয়া হয়।

শায়েখ ইয়াসির বিন রশিদ সোমবার মাগরিবের নামাজে প্রথম ইমামতি করেন।

চল্লিশ বছর বয়সী এই ইমাম এর আগে মসজিদুল হারামে তারাবিহ এবং তাহাজ্জুদ নামাজের ইমামতি করেছেন। তবে এই মসজিদে ফরজ নামাজের ইমামতির দায়িত্ব পেলেন।

শায়েখ ইয়াসির বিন রশিদ সৌদিসহ গোটা বিশ্বের খ্যাতিমান একজন কারি; বিশ্বের নামীদামী বিখ্যাত কারিদের থেকে কেরাত শিখেছেন এবং সনদ লাভে করেছেন। সৌদি আরব ব্রিটেনসহ বিশ্বের নানা প্রান্তে কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।