শামীম আহম্মেদ, মুরাদনগর
সমাজ সেবা অধিদফতরাধীন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কুমিল্লার মুরাদনগরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে বুধবার বিকেলে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান।
এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম জোবায়ের। উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়ক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ।
উক্ত প্রশিক্ষণ কোর্সে উপজেলা পর্যায়ে নির্বাচিত কামার, কুমার, নাপিত, বাঁশবেত, জুতা প্রস্তুতকারক ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। মঙ্গলবার সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ কোর্স আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার। কোর্স সমন্বয়ক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ জানান, এ ধরনের আরো দু’টি ব্যাচ হবে। এতে প্রান্তিক জনগোষ্ঠির আরো ১০০ জন প্রশিক্ষনার্থী অংশ নেবে।