ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঐশ্বরিয়ার কণ্ঠে জোলির সংলাপ!

বিনোদন ডেস্ক:

প্রায় ৫ বছর পর মুক্তি পেল ‘ম্যালেফিসেন্ট’-এর সিক্যুয়াল ‘ম্যালেফিসেন্ট:মিসট্রেস অব ইভিল’। এর আগের কিস্তি ও এই সিনেমায়ও রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। জোয়াকিম রোনিং পরিচালিত সিনেমাটি ইংরেজি ও হিন্দি দুই ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি সংস্করণে জোলির জায়গায় কণ্ঠ দিয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।

আলোচিত এই হলিউডের সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল। সারাবিশ্বের সঙ্গে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘ম্যালেফিসেন্ট:মিসট্রেস অব ইভিল’র ট্রেলারে ভয়ঙ্কর রূপে দেখা গেছে জোলিকে। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড়পর্দায় ফের জাদু দেখাবেন তিনি। ‘বাই দ্য সি’র পর অনেকদিন বিরতির দিয়ে এই সিনেমার মাধ্যমেই ফিরলেন অ্যাঞ্জেলিনা জোলি। অন্যদিকে একই ১৯৫৯ সালে ফরাসি লেখক চার্লস পেরোর ‘দ্য স্লিপিং বিউটি’ অবলম্বনে নির্মিত হয়েছিল ‘স্লিপিং বিউটি’ সিনেমা। ২০১৪ সালে দর্শকদের সামনে আসে এর রিমেক ‘ম্যালেফিসেন্ট’। এবার এলো এর সিক্যুয়েল। অভিনয়ের পাশাপাশি এবারের সিনেমায় সহ-প্রযোজক হিসেবে আছেন জোলি।

একইদিনে জোলির আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম ‘জোম্বিল্যান্ড:ডাবল ট্যাপ’। ২০০৯ সালে এর প্রথম কিস্তি মুক্তির ১০ বছর পর সিক্যুয়াল মুক্তি পেল। প্রথম সিনেমার পরিচালক রুবেন ফ্লেচারই এটি পরিচালনা করেছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

ঐশ্বরিয়ার কণ্ঠে জোলির সংলাপ!

আপডেট সময় ০৩:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
বিনোদন ডেস্ক:

প্রায় ৫ বছর পর মুক্তি পেল ‘ম্যালেফিসেন্ট’-এর সিক্যুয়াল ‘ম্যালেফিসেন্ট:মিসট্রেস অব ইভিল’। এর আগের কিস্তি ও এই সিনেমায়ও রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। জোয়াকিম রোনিং পরিচালিত সিনেমাটি ইংরেজি ও হিন্দি দুই ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি সংস্করণে জোলির জায়গায় কণ্ঠ দিয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।

আলোচিত এই হলিউডের সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল। সারাবিশ্বের সঙ্গে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘ম্যালেফিসেন্ট:মিসট্রেস অব ইভিল’র ট্রেলারে ভয়ঙ্কর রূপে দেখা গেছে জোলিকে। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড়পর্দায় ফের জাদু দেখাবেন তিনি। ‘বাই দ্য সি’র পর অনেকদিন বিরতির দিয়ে এই সিনেমার মাধ্যমেই ফিরলেন অ্যাঞ্জেলিনা জোলি। অন্যদিকে একই ১৯৫৯ সালে ফরাসি লেখক চার্লস পেরোর ‘দ্য স্লিপিং বিউটি’ অবলম্বনে নির্মিত হয়েছিল ‘স্লিপিং বিউটি’ সিনেমা। ২০১৪ সালে দর্শকদের সামনে আসে এর রিমেক ‘ম্যালেফিসেন্ট’। এবার এলো এর সিক্যুয়েল। অভিনয়ের পাশাপাশি এবারের সিনেমায় সহ-প্রযোজক হিসেবে আছেন জোলি।

একইদিনে জোলির আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম ‘জোম্বিল্যান্ড:ডাবল ট্যাপ’। ২০০৯ সালে এর প্রথম কিস্তি মুক্তির ১০ বছর পর সিক্যুয়াল মুক্তি পেল। প্রথম সিনেমার পরিচালক রুবেন ফ্লেচারই এটি পরিচালনা করেছেন।