শামীম আহম্মেদ, মুরাদনগর
ভোলার বোরহান উদ্দিনে তৌহিদী জনতা ও পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের ঘটনার ক্ষোভ প্রকাশ করে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
ওই ঘটনায় সঠিক তদন্ত ও জড়িতদের পাশাপাশি ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের আমির মুফতি আমজাদ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম, সেক্রেটারি মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, মাওলানা মতিউর রহমান, মুফতি আব্দুল মোমেন ও মুফতি মানসুর কবির প্রমুখ।
সমাবেশে ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এবারই প্রথম নয়, এর আগেও শত শত বার, হাজার হাজার বার ইসলাম, আল্লাহ ও আল্লাহর রাসূলের নামে কটুক্তি করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। ইসলামের বিরুদ্ধে কটুক্তি কারীদের চিিহ্নত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা পুলিশের গুলিতে শহিদ পরিবারকে ক্ষতিপূরণসহ আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা এবং গ্রেফতারকৃত আলেম-ওলামাদের দ্রুত মুক্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, ইসলাম সম্পর্কে কটুক্তি কারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করতে হবে। এ বিধান চালু হলে কেউ আর কটুক্তি করার সাহস পাবে না। নির্দিষ্ট কোন আইন না থাকার কারণেই এ ধরণের বিশৃঙ্খল ঘটনা ঘটেই চলেছে। ভবিষ্যতে হয়তো আরো ঘটবে।