কুমিল্লা প্রতিনিধি:
অস্ত্র ও গুলিসহ জাহিদ ইকবাল শরীফ (৪১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত জাহিদ ইকবাল শরীফ ওই বাড়ির ভাড়াটিয়া এবং জেলার চৌদ্দগ্রাম উপজেলার করপাটি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি কুমিল্লা মহানগর যুবলীগের কর্মী বলে জানা গেছে। এ বিষয়ে শনিবার বিকালে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
শনিবার দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ২টার দিকে মনোহরপুর এলাকার মৃত মুছা চেয়ারম্যানের টিনশেড বিল্ডিংয়ের পূর্ব পার্শ্বের একটি কক্ষে র্যাব অভিযান পরিচালনা করে। এসময় জাহিদ ইকবালকে গ্রেফতার করা হয়। তার কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ১০ রাউন্ড শটগানের তাজা গুলি, ৬টি শটগানের গুলির খালি খোসা, ৫০ রাউন্ড ২২ বোর আগ্নেয়াস্ত্রের গুলি, ৩টি চাইনিজ কুড়াল, ২টি ছুড়ি, ১টি চাপাতি, ১টি নান চাকু ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মহিতুল ইসলাম জানান, এসব অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবত শহর এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন জাহিদ ইকবাল। এ বিষয়ে কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।