খেলাধূলা ডেস্ক:
বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ ম্যাচে জঙ্গি হামলা হতে পারে! এমনই এক হুমকিমূলক চিঠি পেয়েছে ভারতের সন্ত্রাস-তদন্ত সংস্থা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এরপরই দিল্লি পুলিশকে বাংলাদেশ-ভারত সিরিজে বাড়তি নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।
দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সিরিজের আগেও হামলার শিকার হতে পারে ভারতীয় ক্রিকেট দল। সন্ত্রাসীগোষ্ঠী অল ইন্ডিয়া লস্কর-ই-তৈয়বার পাঠানো একটি চিঠিতে এমন হুমকি দেওয়া হয়েছে।
হুমকির বিষয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে এনআইএ। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
আগামী ৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি ভারত খেলবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারতীয় গণমাধ্যম বলছে, সেখানেই ভারতীয় ক্রিকেট দলের ওপর হামলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে।
দিল্লি পুলিশের সূত্র জানায়, চিঠিতে হামলার নিশানায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে তিনি টি ২০ সিরিজে দলে নেই। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি কোবিন্দ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপরেও হামলা হতে পারে বলে চিঠিতে হুমকি দেয়া হয়েছে।
দিল্লি পুলিশের সূত্র এই চিঠি ভুয়া হতে পারে বলে মনে করলেও কড়া নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে। তথ্যসূত্র: আউটলুক ইন্ডিয়া, টাইমস নাউ নিউজ, এইসময়।