কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষণ বুধবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম, ব্র্যাক ওয়াশ কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. হোসেন আলী, উপজেলা ম্যানেজার আনিছুর রহমান, ম্যাধমিক শাখার ফিল্ড সুপারভাইজ সানজিনা আক্তার, মেহনাজ হোসেন মীম সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আলেক উল্লাহ ও জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন প্রমূখ।
এদিকে উপজেলা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে দুই ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।