ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাউন্সিলর মঞ্জু ১০ দিনের রিমান্ডে

জাতীয় :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে অস্ত্র ও মাদক আইনে করা পৃথক দুটি মামলায় ১০ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

শুক্রবার রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

একই সঙ্গে মঞ্জুর গাড়িচালক সাজ্জাদ হোসেনকে মাদক আইনে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেয়া হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ আসামিদের আদালতে হাজির করে অস্ত্র ও মাদক আইনে করা দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। সাত দিনের রিমান্ড আবেদন করা হয় কাউন্সিল মঞ্জুর গাড়ি চালক সাজ্জাদ হোসেনেরও। 

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত মঞ্জুকে ১০ দিন ও তার গাড়িচালককের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে আটক করে র‌্যাব। অভিযানকালে তার কার্যালয় থেকে দুটি আগ্নেয়াস্ত্র, মাদক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। এ কারণে ওয়ারী থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব। 

এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সেবন, মাদক ব্যবসাসহ প্রায় অর্ধ শতাধিক অভিযোগ পাওয়া গেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

কাউন্সিলর মঞ্জু ১০ দিনের রিমান্ডে

আপডেট সময় ০১:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯

জাতীয় :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে অস্ত্র ও মাদক আইনে করা পৃথক দুটি মামলায় ১০ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

শুক্রবার রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

একই সঙ্গে মঞ্জুর গাড়িচালক সাজ্জাদ হোসেনকে মাদক আইনে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেয়া হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ আসামিদের আদালতে হাজির করে অস্ত্র ও মাদক আইনে করা দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। সাত দিনের রিমান্ড আবেদন করা হয় কাউন্সিল মঞ্জুর গাড়ি চালক সাজ্জাদ হোসেনেরও। 

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত মঞ্জুকে ১০ দিন ও তার গাড়িচালককের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে আটক করে র‌্যাব। অভিযানকালে তার কার্যালয় থেকে দুটি আগ্নেয়াস্ত্র, মাদক ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। এ কারণে ওয়ারী থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব। 

এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সেবন, মাদক ব্যবসাসহ প্রায় অর্ধ শতাধিক অভিযোগ পাওয়া গেছে।