মো. নাজিম উদ্দিন:
‘‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও ঋন বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়ে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক। সহকারী পল্লী উন্নয়ন অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউপি সদস্য আক্তার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, পল্লীসঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মিজানুর রহমান, এসআই আবদুল গোফরান প্রমুখ। আলোচনা শেষে আত্মকর্মসংস্থানের লক্ষে প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের মধ্যে দশ লক্ষাধিক টাকা ঋণ বিতরন করা হয়।