আন্তর্জাতিক ডেস্ক:
মালির উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে শুক্রবার সন্ত্রাসী হামলায় ৫৩ জন সেনাকে হত্যার দায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ইসলামি জঙ্গিদের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মালির সামরিক বাহিনীর বিরুদ্ধে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। খবর এএফপি’র।
মালির সেনাবাহিনী জানায়, নাইজেরিয়া সীমান্তবর্তী মেনাকা অঞ্চলের ইন্ডিলিমানে ওই সামরিক ফাঁড়িতে হামলায় ৫৩ জন সৈন্য নিহত এবং অপর তিনজন আহত হয়।ঘটনাস্থল থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়।
আইএস তাদের সামাজিক মিডিয়া চ্যানেলে এক বিবৃতিতে জানায়,খেলাফতের যোদ্ধারা এই সামরিক পোস্টে হামলা চালিয়েছে।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,ফরাসি কর্পোরাল রোনান পয়েন্টাও (২৪) মেনাকা শহরের কাছে পেতে রাখা বোমার বিষ্ফোরণে মারা যান।
ঘটনার পরে ওই এলাকার নিরাপত্তা জোরদারে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাতে আরো সৈন্য পাঠানো হয়েছে।