শামীম আহম্মেদ, মুরাদনগর
সারা দেশের মতো জাতীয় চার নেতা স্মরণে ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার দুপুরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ হোসেন আউয়ালের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলালের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহেদুল আলম শাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খাইরুল আলম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা স্বপন পোদ্দার, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, বাঙ্গরা বাজার থানা তাতী লীগের যুগ্ম আহবায়ক ইউনুস সরকার লিটন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সালাহ উদ্দিন ভুইয়া সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবলীগ নেতা আতিকুর রহমান কাজল, মুন্সী মহসীন উদ্দিন আহম্মেদ ও মোশাররফ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান স্মরণে ও তাদের রুহের মাগফেরাত কামনার্থে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেন।