কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় লাগেজ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার খাদঘর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই মহাসড়কের উত্তর পাশে একটি লাল লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দাউদকান্দি হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ দেবীদ্বার থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজ থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই তরুণীর লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহালের রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।