মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে মারামারির ঘটনায় খালেদ মাহমুদ সুজন (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী উপজেলা সদরের উত্তরপাড়ার আলমগীর ওরফে আলম মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে সুজনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে দুপুরে কুমিল্লার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের রহিমপুর গ্রামের কবির হোসেনের ছেলে রিমন মিয়া(২২) বাজার থেকে বাড়ী যাওয়ার পথে মুরাদনগর ডাক বাংলোর সামনে যানজটের কারণ হিসেবে একটি পিক-আপ দেখতে পায়। তখন সে পিক-আপের ড্রাইভারকে গাড়ি সরাতে বললে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। বিতর্কের একপর্যায় ড্রাইভারের পক্ষে আসা সুজন ও তার সহোযোগীরা রিমনকে বেধরক মারধর করে। খবর পেয়ে রিমনের বাবা কবির হোসেন ছেলেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় রিমনের বাবা কবির হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, এ ঘটনায় খালেদ মাহমুদ সুজন নামের একজনকে গ্রেফতার করে কুমিল্লার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।