জাতীয় ডেস্ক:
ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ আক্রান্ত মানুষের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মাণ ও ত্রাণ বিতরণের জন্য দেশের বিত্তবানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একইসঙ্গে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে দলটি।
রবিবার দুপুরে দলের সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নির্দেশনা দেন।
ফখরুল বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে প্রাণহানির খবরে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত। প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থেকেছে। যুগযুগ ধরে এ দেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ-কবলিত মানুষ ব্যথা-বেদনা, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে। আল্লাহ যেন ঘূর্ণিঝড়-কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট সইবার ক্ষমতা দান করেন এই প্রার্থনা করি।’