শামীম আহম্মেদ, মুরাদনগর:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে রোববার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া দক্ষিণ পাড়া মিয়া বাড়ি জামে মসজিদে ১১০তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে আখেরি মোনাজাত পরিচালনা করেন সোনাকান্দা দরবার শরীফের পীরজাদা হাফেজ মাওলানা হোসাইন আহাম্মদ। মসজিদের মুতাওয়াল্লী এডভোকেট সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত মাহফিলে কোরআন ও হাদিস থেকে বয়ান করেন মাওলানা আমিরুল ইসলাম চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আমিরুল এহসান ও মসজিদের ইমাম হাফেজ নুরুল্লাহ।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী ছিদ্দিকুর রহমান মাষ্টার, মসজিদ কমিটির সভাপতি মবিন মিয়া খন্দকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ শাহজাহান সরকার, আব্দুল মোনাফ পুলিশ, ব্যবসায়ী আতিকুল ইসলাম তিতু ও সৈয়দ আবুবকর সিদ্দিক প্রমুখ।
দোয়ার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।